
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা তাঁতী দলের আশাশুনি উপজেলার আহবায়ক জনাব আমির হোসেন বাদশা গুরুতর অসুস্থায় অবস্থায় (৩০ শে সেপ্টেবর) মঙ্গলবার রাতে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালের ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান তাৎক্ষনিক অস্ত্রপাচারের মাধ্যমে অপারেশন করেন।
সাতক্ষীরা জেলা তাঁতীদলের পক্ষ থেকে মহান আল্লাহ পাক এর নিকট আমির হোসেন বাদশার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা তাঁতীদলের আহবায়ক জনাব হাসান শাহরিয়ার রিপন স্বাক্ষরিত প্যাডে।
আমির হোসেন বাদশা আশাশুনি উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি, সাবেক কৃষক দল সভাপতি, সাবেক মৎস্য জীবি দল সভাপতি ও শহীদ জিয়ার সৈনিক হয়ে রাজ পথে ছিলেন। আমির হোসেন বাদশা দল করতে যেয়ে জেল-জুলুম, হামলার শিকার হয়েছেন একাধিকবার। সে একজন ত্যাগী ও দলকে ভালবেসে জীবন সংগ্রাম করে আসছে। তিনি অসুস্থ হওয়ায় দোয়া কামনা করছেন সবার কাছে।
মহান আল্লাহর নিকট আকুল প্রার্থনা করে সুস্থতা কামনা করেছেন, আশাশুনি উপজেলার তাঁতী দলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন আহবায়ক যথাক্রমে মিজানুর রহমান, রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান, আব্দুল আজিজ। সদস্য সাইফুল ইসলাম, মোঃ সিদ্দিক,সজীব, বুলু,রাশেদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।