
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী গাছ কেটে আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে।
কুল্যা থেকে মহিষাডাঙ্গা বাজার সড়কে মহিষাডাঙ্গা স্কুল থেকে ক্রিকেট তারকা সৈম্য সরকারের বাড়ি মুখো রাস্তায় অনেকগুলো সরকারি গাছ রয়েছে। পিচের রাস্তার পিচ থেকে মাত্র একহাত দূরে অবস্থাত বৃহৎ আকৃতির দুটি শিশু গাছ স্থানীয় খগেন্দ্র সরকারের ছেলে সুধীর সরকার বিক্রয় করে টাকা হজম করে ফেলেছেন। প্রায় ২০ বছর বয়সী গাছ দুটির আনুমানিক মূল্য ৩০/৩৫ হাজার টাকা বলে স্থানীয়রা অভিযোগ করেন। গাছ দুটি তিনি বুধহাটা গ্রামের আবুল কাশেমের ছেলে কাঠ ব্যবসায়ী হাশেম আলীর কাছে বিক্রয় করা হয়। হাশেম গাছ কেটে ট্রলিতে করে নিয়ে গেছে। ব্যাপারী গাছ ক্রয়ের কথা স্বীকার করলেও মাত্র টাকায় ক্রয়ের কথা বলেছেন। সুধীর সরকারের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, আমি গরীব মানুষ, গাছ মারা গেছে। রাস্তার মানুষের উপর যে কোন সময় গাছের ডাল পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বাধ্য হয়ে মরাগাছ বিক্রয় করেছি।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বনাথ সরকার জানান, গাছ দুটো অনেক আগে থেকে মারা গেছে। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ডাল সেটে দিতে পরামর্শ্ব দিয়ে ছিলাম, গাছ কেটে নেছে কিনা আমার জানা নেই।