
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে ঈমান আলীর দোকানে চুরি হয়েছে। সোমবার রাতের কোন এক সময় চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক ঈমান আলী জানান, তিনি প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে ঘরে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান, টিনের চাল কেটে চোরেরা দোকানের ভেতরে ঢুকে তছনছ করে সব কিছু নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে, রাতের আঁধারে চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। আনুমানিক ২০,৪৯৫ টাকা নগদ এবং কয়েক হাজার টাকার বিভিন্ন মোবাইল মিনিট কার্ড, ইন্টারনেট এমবি কার্ড, চাউল, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, বিড়ি এবং চিপস, বিস্কুটসহ বেশ কিছু খাবার সামগ্রী নিয়ে গেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বাড়ছে, কিন্তু প্রশাসনের তেমন নজরদারি নেই।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।