
নিজস্ব প্রতিবেদক:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আনারুল ইসলাম মোল্লার মৎস্য ঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২.৩০ টার দিকে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। ঘেরের পাহারাদারকে জিম্মি করে আনুমানিক ১৫ হাজার টাকার চিংড়ি মাছ নিয়ে যায় ডাকাতরা।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্লা জানান, বুধবার রাত আড়াইটার দিকে তুয়ারডাঙ্গা গ্রামের টুকু সরদারের ছেলে ইকবাল ও নফিল সরদারের ছেলে আছাদুল সহ অজ্ঞাত ৫/৭ জন ডাকাত আমার ঘেরে হামলা করে ঘেরের পাহারাদার পলাশকে অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছ লুট করে নিয়ে যায়। আমি এর প্রতিকার চাই।
জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।