জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ৮ জন সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় শোভনালী ইউনিয়নে মেসার্স চুয়াডাঙ্গা স্টোর, বুধহাটা ইউনিয়নে মেসার্স শোভা এন্টারপ্রাইজ (বিএডিসি), কুল্যা ইউনিয়নে মেসার্স গাজী এন্টারপ্রাইজ (বিসিআইসি ও বিএডিসি) স্ত্রীর নামে লাইসেন্স থাকা), দরগাহপুর ইউনিয়নে মেসার্স অগ্রণী ট্রেডার্স (ব্যবসা পরিচালনা না করার সিদ্ধান্ত), বড়দল ইউনিয়নে সুবর্ণা এন্টারপ্রাইজ (স্বামীর নামে পৃথক লাইসেন্স থাকা), আনুলিয়া ইউনিয়নে মেসার্স খোকন ট্রেডার্স (ব্যবসা পরিচালনা না করার সিদ্ধান্ত) ও প্রতাপনগর ইউনিয়নে মেসার্স নাফিস এন্টারপ্রাইজ (একান্নভুক্ত পুত্রের নামে পৃ্থক লাইসেন্স থাকা) এর ডিলারশীপ বাতিলের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

