জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় কার্যরত এনজিও গুলোর অংশ গ্রহনে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পিআইও আকরাম হোসেন, ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম, সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি, এনজিও ব্র্যাক, বারসিক, আইডিয়াল, ইএসডিও, জেজেএস, ডিএসকে, রূপান্তর, ফ্রেন্ডশীপ, সাজেদা ফাউন্ডেশন, সুশীলন, উদারতা, ন্যাজারিন মিশন, কডএইড, উন্নয়ন প্রচেষ্টা, কার্টার সেন্টার প্রতিনিধি আলোচনা রাখেন। সভায় এনজিও উত্তরণ প্রতিষ্ঠানের ৬টি প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা ভিডিও স্লাইড এর মাধ্যমে উপস্থাপন করে। উত্তরণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রেমাল এর সময় ৩৬৫০ পরিবারকে ৫০০০ টাকা করে সহায়তা প্রদান করেন। আবারও দুর্যোগ দেখাদিলে তারা এদেরকে সহায়তা প্রদান করবে। এছাড়া বাঁশের সাঁকো মেরামত, ভাসমান সেতু নির্মান, বেড়ী বাঁধ মেরামত, দুটি আরও ও ৪টি পিএসএফ প্রদান, বিদ্যালয়ে দুটি মিনি আরও, ১১৭ জনকে আয় মূলক কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার এসইউআরএফ-আইটি, এসিসিইএসএস, সিএএ, এলএএনডি ডব্লিউএপিইআর, জলাবায়ু পরিবর্তনের কারনে সাতক্ষীরা অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি প্রকল্পের কার্যক্রমের উপর আলোচনা উপস্থাপন করেন। এবং সিএআরই প্রকল্পের ডেপটি প্রোগ্রাম ম্যানেজার (এসিএফ) খালেদা হাসান মুন সিএআরই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।

