
আশাশুনি প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আশাশুনিতে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিক নির্দেশনাশ সারা দেশের আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কমসূচির অংশ হিসাবে আশাশুনিতে আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনের নেতৃত্বে (১৯ আগস্ট) মঙ্গলবার চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় তিনি বাংলাদেশ গড়ার লক্ষে আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের বৃক্ষ রোপণ করা ও তার পরিচর্যা করার পরামর্শ দেন। চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন
উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, আনসার কমান্ডার পিসি ইসলাম চৌধুরী , উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোছাঃ মারুফা খাতুন সহ স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।