
*ফেন্সিডিল বহনের অভিযোগে আলফার বিরুদ্ধে মামলা
*বৈধ ব্যবসা ছাড়াও গড়ে তুলেছে চোরাচালান সিন্ডিকেট
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি কর্তৃৃক গ্রেফতার হওয়ায় ফের আলোচনায় এসেছে আলফার নাম। গ্রেফতারের ঘটনায় পতন ঘটেছে আলফা সা¤্রাজ্যের।
শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুর রহমান ফারাজির নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম শহরের বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনে থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে ডিবি। এ সময় তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আরিফুর রহমান ফারাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার আলফাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আলফা দীর্ঘ্যদিন ধরে মাদক চোরাচালানে জড়িত বলে ডিবি সুত্রে জানা গেছে। নাম প্রকাশের অনিচ্ছুক জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক কর্মকর্তা সাতনদীকে জানান, “আলফাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি সে বৈধ ব্যবসার পাশাপাশি চোরাচালানের সিন্ডিকেট গড়ে তোলে। মাদকদ্রব্য সহ অবৈধ দ্রব্য চোরাচালানে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। তার আপন সহোদর আব্দুল আলিম স্থানীয় চোরাচালানে জড়িত। দেবহাটা সীমান্ত দিয়ে ভারতীয় কাপড় দেশের কালোবাজারে বিক্রি করেন তিনি। শাসক দলের ছত্রছায়ায় জেলায় গড়ে তুলেছে অবৈধ গোল্ডের ব্যবসা।
আল ফেরদৌস আলফা (৫০) দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
দীর্ঘদিন দিন ধরে অবৈধ চোরাচালান ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিগত ওয়ান ইলেভেনের সময় যৌথবাহিনীর হাতে আলফা মাদকসহ গ্রেফতার হয়। সেসময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলফার সাত বছর সাজা হয়। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে জামিনে মুক্ত হন তিনি। এরপর বিগত ২০১৯ সালের ডিসেম্বরে চোরাচালান মামলায় আলফা ও তার সহোদর আব্দুল আলীমকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদক আইনে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “ শনিবার (২৬ নভেম্বর) ডিবি কর্তৃক আলফাকে থানায় সোপর্দ করা হয়। ডিবির এসআই আরিফুর রহমান ফারাজী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক আলফাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।