
বিনোদন ডেস্ক:
পশ্চিম লস এঞ্জেলেসে ৫ জানুয়ারি সকালে সড়ক দুর্ঘটনার মুখে পড়েন হলিউডের প্রখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। ‘টিএমজেড’-এর রিপোর্ট অনুসারে ৭৫ বছর বয়সী এই অভিনেতা ব্রেন্টউডের সান ভিসেন্টে বুলেভার্ড এবং বার্লিংগেম অ্যাভিনিউয়ের চারপাশে যখন গাড়ি চালাচ্ছিলেন । এসময় একজন নারী সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ শোয়ার্জনেগারের লেনের মধ্যে চলে যান। এরপর তার গাড়ির সঙ্গে বাইসাইকেল আরোহী নারী আঘাতপ্রাপ্ত হন।