
নিজস্ব প্রতিবেদক: আপন সংস্থার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় সাতক্ষীরা শহরের কুখরালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জেসমিন আরা। উক্ত প্রশিক্ষনে আপন সংস্থার ত্রিশ জন নারী অংশগ্রহন করছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। আরো বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জান, ও অফিস সহকারী আবুল কালাম আজাদ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা ও উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।