
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার সখিপুরে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির ভিতরে প্রবেশ করে পাকা ঘরের দেওয়াল ভাংচুর। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৩ অক্টোবর সখিপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের পুত্র আব্দুল জব্বার প্রতি দিনের ন্যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সখিপুর বাজারে গেলে বাড়িতে আর কোন সদস্য না থাকায় সেই সুযোগ বুঝে কোটের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সখিপুর গ্রামের মৃত নওশের আলীর পুত্র শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম এবং নজরুল ইসলাম বাড়ির ভিতরে প্রবেশ করে পাকা ঘরের দেওয়াল ভাংচুর করে চলে যায়। এবিষয়ে দেবহাটা থানায় আব্দুর জব্বার বিশ্বাস বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।