
সিরাজুল ইসলাম, শ্যামনগর: আজ ১লা জুলাই থেকে সুন্দরবন পশ্চিম ও পূর্ব বিভাগের আওতাধীন জেলে বাওয়ালী ও মৌয়ালীদের সুন্দরবনে প্রবেশের জন্য বি,এলসি নবায়ন শুরু হয়েছে। পশ্চিম সুন্দরবনে ৪টি স্টেশনে প্রায় ৪ হাজার বিএলসি নবায়ন হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
নবায়নকৃত বি,এলসি এর মেয়াদ প্রতি বারের ন্যায় এবারও আগামী ৩শে জুন পর্যন্ত বহাল থাকবে। সুন্দরবরে প্রবেশের জন্য প্রতি বছর ১লা জুলাই থেকে ১৫ ই জুলাই পর্যন্ত বিএলসি নবায়নের এই কার্যক্রম চলে। পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে,এম, হাসান জানান প্রতি বছরের ন্যায় এবারও আজ থেকে পশ্চিম সুন্দরবনের ৪টি স্টেশন যথাক্রমে কৈখালী, কদমতলা, বুড়িগোয়ালিনী ও কোবাতক্ষ স্টেশনে প্রায় ৪ হাজার বিএলসি নবায়ন হবে। ১৫ জুলাই এর পর যদি কেউ নবায়ন করতে না পারে সেক্ষেত্রে মেয়াদ বাড়ানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হবে।