
সাতনদী ডেস্ক: বৈরী আবহাওয়া জনিত কারণে গত তিনদিন ধরে বৃষ্টি ও ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে তালা ও পাটকেলঘাটা অঞ্চলে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে ছিন্নমূল মানুষের কাজ নেই। দিন আনা দিন খাওয়া ব্যক্তিদের খুবই সমস্যা। তারই সাথে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। সাধারন মানুষ আজ দিশেহারা।
তালা উপজেলার ১২টি ইউনিয়নের কয়েকশত হেক্টর জমিতে পাঁকা আমন ধান চাষিরা কেটে রাখা অবস্থায় বৃষ্টি হয়। এদিকে শীতের উঠতি সবজি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা, পেয়াজ, পালং শাক আকাশের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এ অঞ্চলের আলু চাষিরা আলু রোপনের ১ সপ্তাহ যেতে না যেতেই অসময়ে অনাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এই ক্ষতিতে কৃষকের মাথায় হাত উঠেছে। নতুন করে আলু বীজ সংগ্রহ করে চাষ করা খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। অপর দিকে মধ্য আয়ের মানুষেরা অতি কষ্টে দিন অতিবাহিত করছে। বৃষ্টির কারণে বাড়ী থেকে বাহির হতে পারিনি। সেই সাথে আবার বিভিন্ন এনজিও সংস্থার কিস্তির জ্বালা। কিস্তির লোক টাকা নেওয়ার আশায় গ্রাহকের বাড়ীতে এসে বসে থাকে। টাকা না দেওয়া পর্যন্ত বাড়ী থেকে যায়না। কথায় বলে মরার উপরে খাড়ার ঘা। মধ্যবিত্ত ব্যক্তিদের আরেক জ্বালা। না পারে উপরে উঠতে না পারে নিচে নামতে। এসব মানুষের অতি কষ্টে দিন যায়। সম্মানের কারণে বলতে পারে না কারও সাথে। অনেক সময় দিনে দুই বার খেয়ে একবার না খেয়ে লোক লজ্জায় মুখ বুজে থাকতে হয়।